জাতীয় ভোটার দিবস উপলক্ষে সুনামগঞ্জে র‌্যালী ও আলোচনা সভা

0
624
blank

কেএম শহীদুল, সুনামগঞ্জ: ভোটার হব, ভোট দিব’ শ্লোগানে আজ ১ মার্চ প্রথমবারের মতো সারাদেশের মতো সুনামগঞ্জে ও পালিত হলো জাতীয় ভোটার দিবস ২০১৯।  শুক্রবার সকাল সাড়ে ১১টা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রথম বেলুন ও পায়ঁরা উড়িয়ে এর উদ্বোধন করেন স্থানীয় সরকারের উপ পরিচালক এমরান হোসেন, পুলিশ সুপার বরকত উল্লাহ খান । উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র‌্যালী বরে হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মুরাদ উদ্দিনের সভাপতিত্বে আলাচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপ পরিচালক এমরান হোসেন, পুলিশ সুপার বরকত উল্লাহ খান, অতিরিক্ত জেলা প্রশাসক হারুন অর রশিদ,অতিরিক্ত জেলা প্রশাসক প্রদীপ সিংহ,সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ প্রমুখ। দিবসটি উদযাপন উপলক্ষে ভোটার দিবস পালনের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন বক্তারা।
উল্লেখ্য গত (২০১৮ সালের )বছরের ২ এপ্রিল ‘গণতন্ত্র, নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে’ প্রতিবছর ১ মার্চকে ‘জাতীয় ভোটার দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয় মন্ত্রিসভার বৈঠকে।