জামায়াত-বিএনপি দেশের মানুষকে বিভ্রান্ত করছে: প্রতিমন্ত্রী এমএ মান্নান

0
508
blank
blank

জগন্নাথপুর প্রতিনিধি: সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেছেন, আমাদের দেশ এক সময় গোলামের দেশ ছিল। দেশের মানুষ পাকিস্তানের গোলামী করেছে। আওয়ামীলীগ দেশকে গোলামী থেকে মুক্ত করেছে। ১৯৭১ সালে আওয়ামীলীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধের মাধ্যমে এ দেশ স্বাধীন হয়েছে। তাই আমরা এখন স্বাধীন দেশের সম্মানিত নাগরিক। তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, তারা মা-পুত খালেদা জিয়া ও তারেক রহমান দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এছাড়া জামায়াত-বিএনপি মিলে দেশের মানুষকে বিভ্রান্ত করছে। তারা বোমাবাজি করে দেশকে অস্থিতিশীল করতে চায়। তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে শক্ত হাতে প্রতিহত করতে হবে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বর্তমান সরকারের আমলে দেশের প্রতিটি গ্রাম-গঞ্জে উন্নয়নের জোয়ার বইছে। দেশের উন্নয়নের এ ধারাকে অব্যাহত রাখতে আগামী স্থানীয় নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে তিনি সকলের প্রতি আহবান জানান।
বৃহস্পতিবার দিন ব্যাপী উপজেলার কলকলিয়া ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের উদ্বোধন শেষে বিকেলে স্থানীয় কলকলিয়া বাজারে ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দ্বীপক কান্তি দে এবং যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান মাস্টারের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম। এ সময় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ূম মশাহিদ, সৈয়দ সাব্বির আহমদ, পাটলি ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুক্তাদির আহমদ মুক্তা, সৈয়দপুর-শাহারপাড়া ইউপি চেয়ারম্যান আবুল হাসান, আশারকান্দি ইউপি চেয়ারম্যান আইয়ূব খান, পাইলগাঁও ইউপি চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, কলকলিয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জেলা যুবলীগ নেতা আলাল হোসেন রানা, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাসিম, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা কুতুব উদ্দিন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন জুয়েল, জেলা ছাত্রলীগ নেতা মামুন আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা মল্লিক মনসুরসহ দলীয় নেতাকর্মী এবং সর্বস্তরের জনতা উপস্থিত ছিলেন। সভায় বাউল শিল্পী হীরা মোহন দাস নৌকার পক্ষে সংগীত পরিবেশন করে জনতাকে মাতিয়ে তুলেন।