জাহালমকে ক্ষতিপূরণ ও দুদককে জবাবদিহিতায় আনার তাগিদ টিআইবি’র

0
481
blank
blank

ঢাকা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা ২৬টি মামলায় ‘ভুল আসামী’ হিসেবে বিনা দোষে তিন বছর কারাভোগকারী জাহালমের ঘটনায় দুদকের তদন্ত কমিটি কর্তৃক সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায় নিশ্চিত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। পাশাপাশি বিনা অপরাধে কারাভোগের মত অন্যায় ও দুঃখজনক ঘটনায় পাটকল শ্রমিক জাহালমের জন্য ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত ও এর সাথে জড়িত প্রত্যেককে দৃষ্টান্তমূলক জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, মহামান্য হাইকোর্টের নির্দেশনায় দুদকের তদন্ত কমিটির অনুসন্ধানে জাহালমের ঘটনার ক্ষেত্রে দুদকের অনুসন্ধানকালীন বিভিন্ন পর্যায়ে ত্রুটি-বিচ্যুতি, দায়িত্বরত কর্মকর্তাদের গাফলতি ও সংশ্লষ্ট বিভিন্ন পক্ষের মধ্যে সমন্বয়হীনতাকে দায়ী করে প্রতিবেদন দাখিল করা হয়েছে।