জিয়াউর রহমানের সমাধিতে খালেদা জিয়ার শ্রদ্ধা

0
487
blank
blank

ঢাকা: বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বিএনপির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রয়াত রাষ্ট্রপতির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এরপর নেতাকর্মীদের নিয়ে সুরাহ ফাতেহা পাঠ ও মোনাজাত করেন খালেদা জিয়া।

এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হো‌সেন, ব্যারিস্টার মওদুদদ আহমেদ, আ স ম হান্নান শাহ, মির্জা আব্বাস, আ‌মীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, রুহুল আ‌মিন চৌধুরী, মোহাম্মদ শাহজাহান, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপ‌দেষ্টা আমান উল্লাহ আমান, জয়নুল আবদিন ফারুকসহ বিএনপি ও দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন।
দলটির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয়ভাবে ও সারা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করছে নেতাকর্মীরা।
কেন্দ্রীয়ভাবে দলের প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা জানানো ছাড়াও মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ ও মোনাজাত করা হয়।  দুপুর ২টায় রাজধানীর বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইন্সটিউট মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সেখানে খালেদা জিয়া উপস্থিত থাকবেন।
এছাড়া সারা দেশে মহানগর, জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও সব ইউনিটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি যথাযথভাবে পালিত হচ্ছে।  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বস্তরের ইউনিটগুলোকে যথাযথভাবে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী পালনের নির্দেশ দেন।