জুড়ীতে শিলা মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

0
463
blank
blank

বিশেষ প্রতিনিধি: জুড়ী মডেল উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষে “শিলা মেধাবৃত্তি পরীক্ষার” প্রতিষ্ঠাতা সভাপতি ও নির্বাহী পরিচালক বিজয় রুদ্র পাল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অভিরাম চাষা এর পরিচালনায় পরীক্ষা নিয়ন্ত্রক সিতাংশু শেখর দাস উপস্থিতিতে শিলা মেধাবৃত্তি পরীক্ষা-২০১৫ইং এর ফলাফল প্রকাশের এক সভা৩০ জানুয়ারী শনিবার অনুষ্ঠিত হয়।
সভায় ফলাফল পর্যালোচনা করে অষ্টম শ্রেণির ১০৯জন শিক্ষার্থীর মধ্যে ০৯ জন ট্যালেন্টপুল ও ০৬ জন ইউনিয়ন কোটা এবং পঞ্চম শ্রেণির ৫৮৭জন শিক্ষার্থীর মধ্যে ১১জন ট্যালেন্টপুল, ১৯জন ১ম গ্রেড, ০৮জন সাধারণ গ্রেড ও ১২জনকে ইউনিয়ন ভিত্তিক সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হয়। ৫ম বারের মত ফলাফল প্রকাশ করা হয়। ১১ ডিসেম্বর জুড়ী মডেল উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে প্রায় ১ মাস ২০ দিনের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
ফলাফল বিবরণী নিম্নরূপঃ
অষ্টম শ্রেণি
ট্যালেন্টপুলঃ ৮৭৪, ৮৮৯, ৮৩৪, ৮৩৫, ৮৪৮, ৮০২, ৮৭৮, ৮০৯, ৮৪১।
ইউনিয়ন কোটাঃ ৮০৭, ৮৮৭, ৯০৬, ৮৪৫, ৮৬৩, ৮৫০,
পঞ্চম শ্রেণি
ট্যালেন্টপুলঃ ৩৭৫, ৩২৬, ৩৬২, ৩৬০, ৩৫৮, ৩৫৭, ৩৪৭, ৪৩১, ৩০৮, ২০৮, ৩৬১।
১ম গ্রেডঃ ০৬২, ৪৩২, ৭২৫, ৪৫৭, ০৬৮, ৬০১, ৪৩৩, ২০৫, ৩৩৬, ৩৫০, ৩৪৪, ৪৩৪, ৪৬০, ৩১৮, ৩৬৩, ২৩৯, ২৪১, ২৪৩, ২১৩।
সাধারণ গ্রেডঃ ৪৪৭, ৩৩৫, ৫৬৫, ১১৯, ০২০, ৫৩০, ২৩০, ১০১।
ইউনিয়ন ভিত্তিক সাধারণ গ্রেডঃ ৪৫৯, ৩৩৭, ৩৭৪, ৬৬৮, ২৫৯, ০০২, ৫২৭, ৫০৯, ১২৯, ১২১, ৬৩৫, ৭১৯।