টেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, দীর্ঘ লাইন কমলাপুরে

0
560
blank

ঢাকা: ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ থেকে। বাসের টিকিটের মতো ট্রেনের টিকিট সংগ্রহের জন্যও সৃষ্টি হয়েছে কাড়াকাড়ি। আজ ভোর থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে টিকিট প্রত্যাশীদের। অনেকে রাত থেকেই দাঁড়িয়েছে লাইনে। আজ সকাল ৮টা থেকে বিভিন্ন গন্তব্যের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ আইন শৃঙ্খলা পরিস্থিতি ভাল এবং কোনও ধরণের কালো বাজারির সুযোগ নেই বলে দাবি করেছেন। তিনি বলেন, রেল স্টেশনকে পর্যাপ্ত নিরাপত্তার বলয়ে আনা হয়েছে। এর আগে, গত ১৫ জুন রেলপথ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী মুজিবুল হক জানিয়েছিলেন যে আজ থেকে টিকিট বিক্রি শুরু হবে। আজ শুধু ১লা জুলাইয়ের টিকিট বিক্রি হবে। কাল (২৩ জুন) পাওয়া যাবে ২রা জুলাইয়ের টিকিট। একইভাবে ৩, ৪ ও ৫ জুলাই ট্রেন ভ্রমণের অগ্রিম টিকিট বিক্রি হবে যথাক্রমে ২৪, ২৫ ও ২৬ জুন।