ডনাল্ড ট্রাম্প উন্মাদ হয়ে গেছেন: ওবামা

0
702
blank
ফাইল ছবি
blank

আবারো প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দিকে সমালোচনার তীর ছুড়লেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। মঙ্গলবার একটি টেলিভিশনের সাক্ষাতকার আকস্মিক শেষ করে দেন ট্রাম্প। এ নিয়েই সমালোচনা ওবামার। ওই অনুষ্ঠানে ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল, তিনি দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় গিয়ে কি করতে চান। এর কোনো ব্যাখ্যা দিতে ব্যর্থ হন ট্রাম্প। এ জন্য ওবামা বলেছেন, তিনি ক্ষমতায় গিয়ে কি করবেন তা যদি মার্কিনিদের কাছে বলতেই না পারেন, তাহলে তিনি দ্বিতীয় মেয়াদের যোগ্যই নন। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। এতে বলা হয়, মঙ্গলবার ‘৬০ মিনিট’ অনুষ্ঠানে সাক্ষাতকার নিচ্ছিলেন বর্ষীয়ান সাংবাদিক লেসলি স্টাল।

আকস্মিক তার মাঝখান থেকে ওয়াকআউট করেন ট্রাম্প। তিনি ওই সাংবাদিককে পক্ষপাতী, বিদ্বেষী এবং নিষ্ঠুর আখ্যায়িত করেন। এর আগে হোয়াইট হাউজ থেকে ওই রেকর্ডিং প্রকাশ করে দেয়া হয়েছিল। তাতে দেখা যায় সাংবাদিক লেসলি স্টাল তার কাছে জানতে চাইছেন, তিনি কিছু ‘টাফ’ প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত কিনা। জবাবে ট্রাম্প বলেন, আমি এমনটা চাইছি না। আমি ন্যায্যতা চাই।