ডিজিটাল বাংলাদেশ গড়তে ১৫ বছরের মহাপরিকল্পনা: জয়

0
501
blank
blank

ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন ২০২১ সাল পর্যন্ত সীমাবদ্ধ নয়, ১৫ বছরের মহাপরিকল্পনা নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

বুধবার (১০ জুলাই) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ডিজিটাল বাংলাদেশ: সমৃদ্ধির অগ্রযাত্রায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ শীর্ষক কর্মশালায় তিনি একথা বলেন। বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে সবক্ষেত্রে ডিজিটাইজেশন করতে হবে বলেও জানান তিনি।
তিনি বলেন, ‘এপর্যন্ত আমরা ৩’শর উপর সরকারি সেবাকে জিডিটাইজ করেছি। আমাদের প্রায় দেড় হাজারের মতো সরকারি সেবা রয়েছে। তার মধ্যে ৩’শর মতো হয়েছে বাকি আছে ১২’শ । আমরা ১৫ বছরের একটা পরিকল্পনা করেছি, সম্পূর্ণ নতুন একটা নতুন টেলিকমিউনিকেশনস পলিসি করবো যাতে ভবিষ্যতের জন একটা নতুন টেলিকমিউনিকেশস পলিসি হয়ে দাঁড়ায়।’