ঢাকায় জনসভার অনুমতি পাচ্ছে না বিএনপি

0
429
blank

ঢাকা: দীর্ঘদিন ধরে বড় ধরনের জনসভার অনুমতি পাচ্ছে না বিএনপি। বিশেষ করে ঢাকায় পাচ্ছে না কোনো ধরনের সভা-সমাবেশের অনুমতি। কর্মসূচি ঘোষণা দিলেই বাধার মুখে পড়ছে দলটি। অনুমতি নিয়ে কয়েক ঘণ্টার অবস্থান বা মাননববন্ধন কর্মসূচি করলেও তা নির্ধারিত সময়ের আগেই শেষ করতে হচ্ছে। এমতাবস্থায় কোনো হঠকারী সিদ্ধান্ত না নিয়ে কৌশলে সামনে এগোতে চাইছে বিএনপির হাইকমান্ড। এর আগে সর্বশেষ গত বছরের ১২ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশ করেছিল দলটি। সেই হিসেবে গত ৫ মাসে মাত্র একটি জনসভা করেছে বিএনপি। ঢাকায় একটি জনসভার জন্য ইতোমধ্যে চারবার অনুমতি চেয়েও তা মেলেনি। সর্বশেষ গতকাল (২৯ মার্চ) ঢাকায় জনসভা করতে চেয়েছিল বিএনপি। এ ব্যাপারে দলটির তিন সদস্যের একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে গত মঙ্গলবার দেখা করেন। কিন্তু অনুমতি না মেলায় ঢাকার জনসভার স্থগিত করেছে বিএনপির হাইকমান্ড।

এ দিকে দুর্নীতির মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ ৫০ দিন ধরে কারাবন্দী। তার মুক্তির দাবিতে দীর্ঘ এই সময়ে নানা ধরনের কর্মসূচি পালন করেছে বিএনপি। এ কর্মসূচি শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক হবে বলে বিএনপি যে ঘোষণা দিয়েছিল সে কথাও রেখেছে দলটি। তবে বিএনপির কর্মসূচি শান্তিপূর্ণ হলেও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এসব কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে এবং মারমুখীও ছিল।