তনু হত্যার তদন্ত নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে: ড. মিজানুর রহমান

0
499
blank
blank

ঢাকা: কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার তদন্ত নিয়ে সাধারণ মানুষের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান। রবিবার সকালে রাজধানীর একটি হোটেলে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত ‘বাংলাদেশে মানবাধিকার ও ফৌজদারি ন্যায়বিচার প্রশাসন’ শীর্ষক একটি আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মিজানুর রহমান বলেন, তনু হত্যার তদন্ত প্রক্রিয়া ভিন্ন খাতে প্রবাহিত হবে কিনা, সেটা নিয়েও সন্দেহ তৈরি হয়েছে। শুধু তনু নয়, যে কোন হত্যাকাণ্ডের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতি মুহূর্তে বলে যাচ্ছে, ‘আমরা অতি কাছে চলে এসেছি। প্রমাণ হাতে পেয়েছি।’ এ ধরনের আশ্বাসবাণী বারবার দেয়া হয়। কিন্তু এসব কথার বাস্তবায়ন হচ্ছে খুব কম। কথা ও কাজের সঙ্গে মিল হচ্ছে না অনেক ক্ষেত্রেই। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, কেউ যদি থানায় সাধারণ ডায়েরি করতে যান, সেটি  নেয়া হয় না। সাধারণ মানুষ তাহলে যাবে কোথায়?