তরুণ কন্ঠ সিলেট’র পূর্ণাঙ্গ কমিটি গঠন

0
894
blank
blank

সভাপতি তামিম মজিদ ,সম্পাদক মবরুর সাজু ,

“স্বপ্ন সম্ভাবনায় তারুণ্যের সেতু বন্ধন” স্লোগানকে সামনে রেখে বৃহত্তর সিলেটে আত্মপ্রকাশ করেছে নতুন ধারার সামাজিক সংগঠন ‘তরুণ কন্ঠ সিলেট’ গতকাল নগরীর জামতলাস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারন সভায় দৈনিক সিলেটের ডাক’র সাংবাদিক তামিম মজিদ কে সভাপতি ও সিলেট ক্যামব্রিয়ান কলেজের প্রভাষক মবরুর আহমদ সাজু কে সাধারন সম্পাদক করে, আগামি তিন বছরে জন্য ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। কমিটির অন্যান্য পদে সিনিয়র সহ সভাপতি সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের প্রভাষক আব্দুর রাজ্জাক সহসভাপতি শাহজালাল আই,সি.টি কিন্ডারগার্টেন স্কুলের প্রিন্সিপাল আব্দুল মুকিত, যুগ্ন সাধারন সম্পাদক সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের প্রভাষক আফজাল হোসাইন,সাংগঠনিক সম্পাদক স্টাডি হোম একাডেমিক কেয়ার এর পরিচালক, মো: আব্দুন নুর এনজিও কর্মি মহিলা বিষয়ক সম্পাদক ফরিদা আফজাল, নির্বাহী সদস্য এমসি কলেজ জাতীয় কবিতা পরিষদের সাবেক সভাপতি নুরুল আমিন ,সাংবাদিক আব্দুল খালিক, ,অলিউর রহমান , কামরুল ইসলাম কে নির্বাচিত করা হয়। সভায় বক্তারা বলেন উল্লেখ্য ২০১৬ সালে প্রতিষ্ঠিত সংগঠনের আহ্ববায়ক ছিলেন প্রভাষক মবরুর আহমদ সাজু ও সাংবাদিক তামিম মজিদ “স্বপ্ন সম্ভাবনায় তারুণ্যর সেতু বন্ধন আজকের এই পৃথিবীতে সুন্দর জীবন বিধানের প্রতিষ্ঠা হোক সে আশায়ই সবাই উদ্যোগের পথ পানে চেয়ে আছি।তারুণ্যের উদ্দীপনাই সুস্থ সমাজের চাবিকাঠি। সকল কাজে তরুণ ও যুবসমাজকে সামনে নিয়ে আসতে হবে। বিশ্বায়নের বৈপ্লবিক পরিবর্তনের যুগে তারুণ্যের শক্তি সমাজ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখতে পারে। সুখ ও শান্তিময় শান্তির পরিবেশ ও পবিত্র সমাজই আমাদের প্রত্যাশা। এ প্রত্যাশাকে বাস্তবেরুপ দিতে পারে তরুণেরাই ।আমাদের প্রিয় মাতৃভূমি অফুরনত্দ সম্ভাবনাময় বাংলাদেশে সম্পদের অভাব নেই সুতারাং তারুণ্যর প্লাটফর্ম হচ্ছে তরুণ কন্ঠ। বক্তারা আরো বলেন সচেতনতা ছাড়া মুক্তি অসম্ভব। তারুণ্যের শক্তিকে দেশ ও জাতির প্রয়োজনে কাজে লাগাতে সকল সত্দরের ব্যক্তিবর্গকে জাতীয় স্বার্থে ভুমিকা রাখতে হবে। বিভেদ নয় ঐক্যের পাহাড় গড়ে তুলতে হবে। কেননা, তারুণ্যের ইতিবাচক ভূমিকা ছাড়া কখনোই জাতির অগ্রগতি, উন্নতি স্বাভাবিকভাবে হতে পারে না। বক্তরা বলেন শীঘ্রই আনুষ্ঠানিকভাবে কমিটি তাদের কর্মপন্থা তুলে ধরবে