তাহিরপুরে ইয়াবাসহ সাবেক মেম্বার গ্রেপ্তার

0
481
blank

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : তাহিরপুরে সাবেক ইউপি সদস্য মুর্শিদ মিয়া ওরফে মোর্শেদ (৪৫) কে ২৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মুর্শিদ উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের চরগাঁও গ্রামের মৃত আবদুল আলীর ছেলে ও সাবেক ইউপি সদস্য। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট থেকে বাদাঘাট পুলিশ ফাঁড়ির টহল দল তাঁকে গ্রেপ্তার করে।

চলমান মাদকবিরোধী অভিযানেও উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী কামড়াবন্দ গ্রামের মৃত হাছেন আলীর ছেলে আবদুর রাজ্জাক, উপজেলার চার ইয়াবা ব্যবসায়ী বাদাঘাটের সুপারি ব্যবসায়ী মোতালিবের ছেলে ইনু মিয়া, কামড়াবন্দ গ্রামের মৃত বিল্লাল মিয়ার ছেলে জলিল ও খলিল, শিমুলতলা গ্রামের সাবেক ইউপি সদস্য মগবুলের ছেলে শাহজাহানকে এখনো গ্রেপ্তার করা যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক ব্যক্তি জানান, পুলিশ অভিযান শুরুর পর থেকেই তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ ফাঁড়িতে থাকা মোটরসাইকেল চালক রব্বানী মুঠোফোনে অভিযানের খবর মাদক ব্যবসায়ীদের নিকট পৌঁছে দেয়ায় খুব সহজেই পুলিশের গ্রেপ্তার এড়িয়ে দেশব্যাপী মাদকবিরোধী অভিযানেও একাধিক মাদক ব্যবসায়ী নির্বিঘ্নে তাদের মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে।

তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আমির জানান, মুর্শিদের বিরুদ্ধে থানায় ভারতীয় মাদক চোরাচালানের একাধিক মামলা রয়েছে। অন্যান্য মাদক ব্যবসায়ীদেরও গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।