তিন মাসে বিচারবহির্ভূত হত্যার শিকার ৩২ জন: অধিকার

0
583
blank
blank

ঢাকা: গত তিন মাসে দেশে বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন ৩২ জন। এরমধ্যে ক্রসফায়ারে নিহত হয়েছেন ২৭ জন। মানবাধিকার সংগঠন অধিকারের এক প্রতিবেদনে এতথ্য উল্লেখ করা হয়েছে। অধিকার শুক্রবার এই প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে অধিকার উল্লেখ করেছে, জানুয়ারি মাসে নয়জন, ফেব্রুয়ারি মাসে ১২ জন এবং মার্চে ১১ জন বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন। এই সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পায়ে গুলি করেছে চারজনকে। গুমের শিকার হয়েছেন ১৪ জন।
অধিকার জানায়, গত তিন মাসে কারাগারে মারা গেছে ১৫ জন। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে এই সময়ে পাঁচ বাংলাদেশী নিহত হয়েছেন। আহত হয়েছেন আটজন। এই সময়ে বিএসএফ অপহরণ করেছে পাঁচ বাংলাদেশীকে। গত তিন মাসে দেশে ১৬ জন সাংবাদিক আহত হয়েছেন। লাঞ্ছিত হয়েছেন ১০ জন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সরকার নির্বাচনে ৩৭ জন নিহত এবং দুই হাজার ৬৯ জন আহত হয়েছেন। এই সময়ে ৫৫ জন নারী যৌতুক সহিংসতার শিকার হয়েছেন। ধর্ষণের শিকার হয়েছেন ১৬৯ জন। এছাড়া যৌন সহিংসতার শিকার হয়েছেন ৭০ জন। এসিড সহিংসতার শিকার হয়েছেন ১১ জন। গণপিটুনীতে মৃত্যু হয়েছে ১৮ জনের।