দক্ষিণ সুনামগঞ্জে এক ইউপি সদস্যার অনিয়ম দূর্নীতির অভিযোগ!

0
598
blank
blank

দক্ষিণ সুনামগঞ্জ থেকে নাঈম তালুকদার: দক্ষিণ সুনামগঞ্জের পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ড সদস্যা সুপ্রভা রানী দাশের বিরুদ্ধে এলাকাবাসী অভিযোগ দায়ের করেছেন। গতকাল মঙ্গলবার ওয়ার্ডবাসীর পক্ষে বসিয়াখাউরী গ্রামের সাজল মিয়া,সজীব আহমদ,শাহাবুল আমীন গংরা বাদী হয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসক ও বিভাগীয় দূর্নীতি দমন কমিশন সিলেট বরাবর অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায: সুপ্রভা রানী নির্বাচিত হওয়ার পর থেকে ওয়ার্ডের লোকদের কাছ থেকে কৌশলে বয়স্কভাতা, বিধবা ভাতা,প্রতিবন্ধী ভাতা, বিজিডি,বিজিএফ, টিউবওয়েল, চলমান ত্রান সহায়তায় নাম দেওয়ার কথা বলে ১ হাজার টাকা থেকে শুরু করে ৩ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছেন। আর ও জানা যায় যারা টাকা দিতে পারে না তাদের নাম সরকারি কোন কিছুতেই দেন না। এছাড়া গ্রামীন অবকাঠামোর রক্ষনাবেক্ষণ টিআর প্রকল্প নং ১৭ বরাদ্দ ২৭ হাজার ৪শত ২১ টাকা শশ^ান ঘাটের মাটি ভরাট বাবদ বরাদ্দ পেয়ে কাজ না করিয়ে আতœসাতের পায়তারায় লিপ্ত রহিয়াছেন। ইউপি সদস্যার এই সমস্ত দূনীর্তি ও অনিয়মের অভিযোগ তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়ার এবং গরীব অসহায়দের নাম সরকারি বিভিন্ন অনুদানে অন্তর্ভূক্তি করার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন অভিযোগকারীরা। এ ব্যাপারে ইউপি সদস্যা সুপ্রভা রানীর সাথে যোগাযোগ করা হলে তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন।