দক্ষিণ সুনামগঞ্জে প্রশিক্ষণ প্রাপ্ত মহিলাদের সেলাই মেশিন বিতরণ

0
506
blank
blank

নাইম তালুকদার, দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়ন পরিষদের আয়োজনে এলজিএসপি-২ প্রকল্পের আওতায় ৩০ জন প্রশিক্ষণার্থী মহিলাদের সেলাই মেশিন ও সনদ পত্র বিতরণ করা হয়েছে।  বৃহস্পতিবার বিকাল ৫টায় উপজেলার দরগাপাশা ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ছুফি মিয়ার সভাপতিত্বে, এসএলজি প্রজেক্টের সুনামগঞ্জ জেলা সমন্বয়কারী মোঃ আব্দুল হালিমের পরিচালনায় সেলাই মেশিন ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্টের চেয়ারম্যান ডঃ বদিউল আলম মজুমদার।

সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ব্র্যাকের ঢাকা অফিসের কর্মকর্তা জাকির হোসেন, ব্র্যাকের সুনামগঞ্জ জেলা ব্যাবস্থাপক মোঃ জসিম উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পেয়ার আহমেদ, পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান রফিক খান, সাবেক চেয়ারম্যান আমিরুল হক বেগ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ স¤পাদক আবাব মিয়া, আওয়ামী লীগ নেতা ননী গোপাল দাস, দরগাপাশা গ্রামের বিশিষ্ট মুরব্বি সৈয়দ ছবুর আলী, আব্দুল হামিদ।
এ সময় আরও বক্তব্য রাখেন, ইউপি সদস্য এজাজ হোসেন চৌধুরী, ইউপি সচিব ইয়াছমিন হোসনে আরা, উপকারভোগী কবিতা রানী দাস, ফয়জ্জুল ইসলাম সহ প্রমূখ।