দক্ষিন সুনামগঞ্জে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

0
486
blank

দক্ষিন সুনামগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আমরিয়া ইসলামিয়া আলিম মাদরাসার সাবেক তিন শিক্ষকের বিদায় উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে মাদরাসার উদ্যোগে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । বুধবার সকাল দশটায় মাদ্রাসার অধ্যক্ষ,আবু নছরমোঃ ইব্রাহিমের সভাপতিত্বে ও সহকারি মৌলভী মোঃ সজিবুর রহমান এর পরিচালনায় বক্তারা ব লেছেন শিক্ষক সভ্যতার অভিভাবক, সমাজের অভিভাবক। কার্যত শিক্ষক বলতে একজন আলোকিত, জ্ঞানী-গুণী ও বুদ্ধিদীপ্ত পন্ডিত ব্যক্তিকে বোঝায়, যিনি সভ্যতার বিবর্তনের অনুঘটকের দায়িত্ব পালন করেন। তিনি শিক্ষা দিতে-নিতে নিবেদিতপ্রাণ সেবক, ব্যবসায়ী নন। তিনি তাঁর আচার-আচরণ, মন ও মননে নিজেই বটবৃক্ষের প্রতীক। তাঁর সাফল্যের ভিত্তি হল পেশাগত জ্ঞান ও দক্ষতা, নির্মল চারিত্রিক গুণাবলি, জ্ঞান সঞ্চারণে আন্তরিক সদিচ্ছা ও প্রচেষ্টা। তাই শিক্ষক বলতে এমন এক অনুসরণীয় ব্যক্তিত্ববান জ্ঞানী, গুণী ও পন্ডিত ব্যক্তিকে বোঝায়; যিনি শিক্ষার্থীকে শিখন প্রক্রিয়ায়, জ্ঞান অন্বেষণ ও আহরণে, মেধা বিকাশ ও উন্নয়নে, শিক্ষার্থীর চরিত্র গঠনে, নৈতিক ও মানসিক গুণাবলি অর্জনে এবং সমাজ বিবর্তনে অনুঘটক ও সুশীল সমাজ তৈরির সহায়তা দানে প্রতিশ্রুতিবদ্ধ।  অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিন সুনামগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার, মোঃ আলমগীর কবির,বিশেষ অতিথি ছিলেন,দরগাপাশা ইউনিয়নের চেয়ারম্যান, মোঃ মনির উদ্দিন,আব্দুল মজিদ কলেজের সামাজবিজ্ঞান প্রভাষক মোঃ নুর দরগাপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন ম্যানেজিং কমিটির সদস্য মোয়াজ্জেম হুসেন সিনিয়র শিক্ষক মিজানুর রহমান তালুকদার, অবসর জনিত কারণে বিদায় দেওয়া হয় মোঃ সামছউদ্দিন কে এবং এমদাদুল হক মিলন ও নুরুন্নাহারকে অন্যত্র চাকরি হওয়ার জন্য বিদায় দেওয়া হয়।