দিরাইয়ে ভূয়া অনলাইন নিউজ পোর্টাল ও সাংবাদিকদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

0
682
blank
blank

দিরাই প্রতিনিধি ঃ- সুনামগঞ্জের দিরাইয়ে ভূয়া মুক্তিযোদ্ধার নামে সংগঠন করে বিভিন্ন কার্যক্রম পরিচালনার প্রতিবাদ করায় স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের বিরুদ্ধে বিষোদাগাড়, অশালীন ও মানহানীকর মন্তব্য লিখে অবৈধ অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে প্রকাশ ও প্রচার করার অভিযোগে উক্ত সংগঠন ও সংবাদ প্রকাশকারী নিউজ পোর্টাল কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন সদ্য বিলুপ্ত কমিটির কমান্ডার আতাউর রহমান। গতকাল বুধবার দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামালের কাছে সংগঠনের পৃষ্ঠপোষক জুবের আলম খুরশেদ ও অনলাইন নিউজ পোর্টাল কালনীভিউ টুয়েন্টিফোর ডটকমে’র সম্পাদক ও প্রকাশক মুজাহিদুল ইসলাম সরদার, সম্পাদক মন্ডলীর সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, প্রধান সম্পাদক একে কুদরত পাশা, বার্তা সম্পাদক সৈদুর রহমান তালুকদারসহ ৯জনকে আসামী করে লিখিত অভিযোগ করেন তিনি। অভিযোগে উল্লেখ করা হয়, জগদল ইউনিয়নের রায়বাঙ্গালী গ্রামের মৃত আব্দুল মান্নানের পুত্র যুক্তরাজ্য প্রবাসী জুবের আলম খুরশেদ জালিয়াতির মাধ্যমে তার পিতাকে মুক্তিযোদ্ধা কমান্ডার দাবি করে “মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান স্মৃতি পরিষদ” গঠন করে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে অনৈতিক ফায়দা হাসিল করে আসছে। কিন্তু ঐ আব্দুল মান্নানের নাম মুক্তিযোদ্ধাদের কোন তালিকায়ই নেই, এমনকি অদ্যাবধি নাম অন্তর্ভুক্তির আবেদনও কেউ করেনি। এনিয়ে এলাকাবাসীসহ স্থানীয় মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভ্রান্তি দেখা দিলে মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে এহেন কার্যক্রম থেকে বিরত থাকার জন্য জুবের আলম খুরশেদেকে মৌখিকভাবে বারণ করা হলেও তিনি তার কার্যক্রম বন্ধ করেননি। উল্টো এ বিষয়ে প্রতিবাদ না করার জন্য আমাকে ও সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক রাহাত মিয়া রাহাতের কাছে মোটা অংকের টাকা প্রদানের প্রস্তাব দেন। এক পর্যায়ে গত ১৪ই মে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে নিজস্ব প্যাডে আব্দুল মান্নান মুক্তিযোদ্ধা কমান্ডার নন মর্মে গণমাধ্যম কর্মীদের কাছে প্রেস বিজ্ঞপ্তি প্রদান করা হয়। যা জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশের পর ফেইসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এতে ক্ষিপ্ত হয়ে জুবের আলম খুরশেদ তার নিজস্ব মালিকানাধিন অবৈধ নিউজ পোর্টাল “কালনীভিউ টুয়েন্টিফোর ডটকম” এর সাথে সংশ্লিষ্ট সকলের যোগসাজসে আমার বিরুদ্ধে বিষোদাগাড়, অশালীন ও মানহানীকর বক্তব্য প্রকাশ করে। মামলায় জীবনের চরম নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করেন তিনি। এব্যাপারে আতাইর রহমান বলেন, উক্ত নিউজ পোর্টালটি এলাকায় বিএনপি জামায়াতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজ করে। এর সাথে সংশ্লিষ্ঠ সবাই বিএনপি জামায়াতের লোক, প্রধান সম্পাদক একে কুদরত পাশা দিরাই উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, সম্পাদক মন্ডলীর সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, ব্যবস্থাপনা সম্পাদক জুবের সরদার দিগন্ত উপজেলা যুবদলের নেতা, বার্তা সম্পাদক সৈদুর রহমান তালুকদার ভাটিপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি। এব্যাপারে দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, অভিযোগ পেয়েছি, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।