দিরাই-শাল্লার উপনির্বাচনে শেষ মূহুর্তে ভারী হচ্ছে নৌকার পাল্লা

0
468
blank

বকুল আহমেদ তালুকদার, শাল্লা থেকে: সুনামগঞ্জ ২ (দিরাই শাল্লার) উপনির্বাচন জমে উঠেছে উক্ত উপনির্বাচনে প্রার্থী দুজন, একজন হলেন প্রয়াত নেতা সুরঞ্জিত সেনগুপ্তের সহধর্মিণী আওয়ামীলীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে আসছেন ড, জয়া সেনগুপ্তা, আর অন্য দিকে কুয়েত প্রবাসী সতন্ত্র প্রার্থী মোঃ ছায়েদ আলী মাহবুব হোসেন (রেজু) সিংহ মার্কা নিয়ে তার পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিএনপি সহ অন্যান্য দলের বাঘা বাঘা নেতারা, চৈত্র মাসের লাগাতার বৃষ্টিতে রাস্তাগুলো খালে পরিণত হয়েছে, আর এই কাদা মাটি ভেদ করে গ্রাম হতে গ্রামে প্রচারণায় কমতি নেই,মিটিং মিছিল পথসভা হচ্ছে প্রতিদিন পাড়ায় পাড়ায়, এক দল অন্য দলের ভুল ত্রুটি ও তুলে ধরছেন, আর আওমীলীগের মনোনীত প্রার্থী ড. জয়া সেনগুপ্তা কে নিয়ে মাঠে আছেন সুনামগঞ্জ জেলার আওয়ামীলীগের সকল নেতাকর্মী ও পাশের জেলা হবিগঞ্জের বানিয়াচং আজমিরীগঞ্জ আওয়ামীলীগের অনেক নেতা কর্মীদের শাল্লার মাঠে কাজ করছেন।
গতকাল প্রচারনার শেষ দিনে সরজমিনে শাল্লা উপজেলা গুরে দেখা যায় কিছু দিন পূর্বে সিংহ মার্কার প্রচারণা তুঙ্গে থাকলেও এবার ভাটা লেগেছে, এ বেপারে এলাকার সাধারণ ভোটারদের সাথে আলাপ করে জানা যায় তাদের বিবেচনা শুক্ষ, সাধারণ ভোটারদের কথা সংসদ নির্বাচন হবে মাত্র ১৩ মাস পর, এই সামান্য সময়ের জন্য এখন কোন লোক নির্বাচিত হলেও এলাকার কোন উন্নয়ন করতে পারেন না, তাই প্রয়াত নেতা সুরঞ্জিত সেনগুপ্তের সহধর্মিণী ড জয়া সেনগুপ্তা কে নির্বাচিত করলে আমাদের এলাকার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে পারবেন।