দিল্লীতে বিএসএফের বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১০

0
481
blank
blank

আন্তর্জাতিক ডেস্ক: দিল্লী বিমান বন্দরের কাছে বিএসএফের একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে এর ১০ আরোহী প্রাণ হারিয়েছেন। বিমানটি দিল্লী থেকে রাচি যাচ্ছিল। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টা ৪০ মিনিটে বিমান বন্দরের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরই এ দুর্ঘটনার খবর এল। খবর এনডিটিভির।

বিমান বন্দরের কন্ট্রোল রুমের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর বিমানটি হঠাৎ করে নীচে নেমে এসে একটি দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে সেপটিক ট্যাংকের উপর আছড়ে পড়ে। এতে বিকট শব্দের পর বিমানটিতে আগুন ধরে যায়।এসময় বিধ্বস্ত বিমানটির একটি আংশ ছিটকে গিয়ে পানিতে পড়ে। এরপর আশপাশের গ্রামের মানুষসহ দমকল ও সেনাবাহিনীর সদস্যরা এসে আগুন নেভানোর কাজ শুরু করে। দেশটির বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী মহেষ শর্মা গণমাধ্যমকে জানান, ঘটনা তদন্তের জন্য নির্দেশ দেয়া হয়েছে। খবর পেয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং ঘটনাস্থল পরিদর্শনে আসছেন। বিমানটিতে করে কয়েকজন জেষ্ঠ্য প্রকৌশলী রাচিতে হেলিকপ্টার মেরামত করতে যাচ্ছিলেন।