দুর্নীতিবাজ সরকারের করুণার আশায় বসে থাকতে পারি না: খালেদা

0
450
blank
blank

নিজস্ব প্রতিবেদক: দলের কেন্দ্রীয় নেতাদের বন্যাকবলিত এলাকায় যাওয়ার নির্দেশ দেয়ার একদিন পর এবার টুইটে দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার এক টুইটে তিনি এমন আহ্বান জানিয়ে বলেন, ‘বন্যার্তদের সাহায্যের জন্য দুর্নীতিবাজ সরকারের করুণার আশায় আমরা বসে থাকতে পারি না, আসুন বিএনপির নেতাকর্মীরাসহ সবাই এখনি এগিয়ে আসি’। টুইটের সঙ্গে বেশ কয়েকটি বন্যা দুর্গত এলাকায় মানুষের দুর্ভোগের ছবিও জুড়ে দেয়া হয়েছে। এর আগে রোববার এক বিবৃতিতে বন্যার্তদের পাশে দাঁড়াতে নেতাকর্মী ও বিত্তশালীদের প্রতি আহ্বান জানানা খালেদা জিয়া।

মঙ্গলবার খালেদা জিয়া বন্যা দুর্গত এলাকার কেন্দ্রীয় নেতাদের ঢাকায় বসে মনিটরিং না করে স্বশরীরে এলাকায় গিয়ে ত্রাণ কার্যক্রমে অংশ নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। সংশ্লিষ্ট নেতাদের ইতিমধ্যে চেয়ারপারসনের নির্দেশের কথা জানানো হয়েছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থানীয় ও কেন্দ্রীয় অনেক নেতাই এখন দুর্গত এলাকায় অবস্থান করছেন। তারা বন্যার্তদের মাঝে ত্রানসামগ্রী বিতরণ করছেন। কয়েকদিনের মধ্যে কেন্দ্রীয় আরও কয়েকটি টিম ত্রাণসামগ্রী নিয়ে দুর্গত এলাকায় যাবেন বলে জানা গেছে।