দেবপ্রিয় পাল তুষার টেলেন্টপুল বৃত্তি পেয়েছে

0
493
blank

দীর্ঘ ১৮ বছর পর সিলেট রসময় মেমোরিয়েল স্কুল থেকে অষ্টম শ্রেণির মেধাবী শিক্ষার্থী দেবপ্রিয় পাল তুষার টেলেন্টপুল বৃত্তি পেয়েছে । সে হবিগনঞ্জ জেলার ছাতিয়াইন গ্রামের জনপ্রিয় কোম্পানি মিল্লাত ফার্মাসিটিকেল সিলেট বিভাগের (আর এস এম) দেবাশীষ পাল অপু এর ছোট ছেলে। বর্তমানে জামতলার বাসিন্দা তুষার ছোট বেলা থেকেই অত্যন্ত মেধাবি ও সৃজনশীল কর্মে পারদর্শী দেবপ্রিয় পাল তুষার বড় হয়ে মানুষের সেবা করার মানসে ডাক্তার হতে চায়। বর্তমানে সে রসময় মেমোরিলে স্কুলের নবম শ্রেণিতে পড়ছে সে সকলের দোয়া প্রার্থী। উল্লেখ্য সে জামতলাস্থ স্টাডি হোম একাডেমি কেয়ার থেকে গাইড লাইন নিয়ে পড়াশুনা করে আসছে তার এই সফলতার জন্য স্কুলের প্রধান শিক্ষক সেলিম উদ্দিন বলেন আমরা খুব আনন্দিত,পুলকিত আমরা তাকে অভিনন্দন তার পরিবারের   প্রতি অভিনন্দন জানাই আশা করি সে আগামিতে ধারবাহিতকা ধরে রাখবে। এদিকে স্কুলের ইরেজির শিক্ষক মো. আব্দুন নুর বলেন  মেধাবীর হাতে আগামির বাংলাদেশ আর এই মেধাবীরাই আগামির বাংলাদেশ নির্মাণ করবে ।