দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রীকে অভিন্দন ও কিছু দাবি

0
429
blank

কাজী পলাশ, ছাতক সুনামগন্জ: বহুল প্রত্যাশিত ছাতক উপজেলার পীরপুর গ্রামের দীঘিরপাড়ে প্রায় ১৬টি পরিবারে বিদ্যুেতের ব্যবস্থা করে দেওয়ার জন্য দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমার ও বিদ্যুত পাওয়া পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি অভিন্দন ও শুভেচ্ছা। এদিকে দীঘিরপাড়ের অর্ধেক বাড়িতে বিদ্যুতের ব্যবস্থা হলেও, ব্যবস্থা হয়নি বাকি অর্ধেক বাড়িগুলোর।

একজন আক্ষেপ করে বলেন, প্রধানমন্ত্রী যখন সবার বাড়িতে বিদ্যুতের ব্যবস্তা করে দিচ্ছেন, তেমনি আমরাও আশা করি আমাদের বাড়িতে তিনি ব্যবস্থা করে দিবেন। বিদ্যুতের আলো পেয়ে খুশিতে মাতোয়ার মেধাবী শিক্ষার্থীরা। কেজি টুতে পড়ুয়া এক শিক্ষার্থী সোহাগ বলে, আগে আমাদের বাড়িতে বিদ্যুত ছিল না। তাই আমাদের কে খুবই কষ্ট করে হারিকেনের আলোতে পড়ালেখা করতে হতো, অসহ্য গরমের কারনে ঠিকমতো লেখাপড়া করতে পাররতাম না। এখন সবকিছু আলোকিত লাগছে, পড়তেও ভালো লাগছে। পীরপুরের অধিকাংশ বাড়িতে বিদ্যুত পৌছলেও, পার্শবর্তী মল্লিকপুর গ্রামের অধিকাংশ বাড়িতেই বিদ্যুত পৌছেনি। ফলে শিক্ষার্থীরা ভালোভাবে লেখাপড়া করতে পারছেনা। মল্লিকপুর গ্রামের একজন বলেন, আশা করি খুব শীঘ্রই এমপি মুহিবুর রহমান মানিক সাহেবের নেতৃত্বে আমাদের বাড়িতে বিদ্যুত আসবেই।