দেশের উন্নয়নে ছাত্র/ছাত্রীদেরকে সঠিক ইতিহাস জানতে হবে: অধ্যক্ষ শিব্বির আহমদ ওসমানী

0
1060
blank
blank

নিজস্ব প্রতিবেদক: এস.এ.ও ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিলেট ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শিব্বির আহমদ ওসমানী বলেছেন, দেশের উন্নয়নে ছাত্র/ছাত্রীদেরকে সঠিক ইতিহাস জানতে হবে। সঠিক ইতিহাস না জানার কারণে অমাদের তরুন সমাজরা বিপথগামী হচ্ছে। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইতিহাস সহ আমাদের দেশের জাতীয় ইতিহাস পর্যালোচনা করে আমাদের জাতীয় জীবন পরিচালনা করতে হবে। ‘সিলেট ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ’ এর আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এস.এ.ও ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিলেট ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শিব্বির আহমদ ওসমানী’র সভাপতিত্বে ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জসিম উদ্দিন পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সিলেট ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের সিনিয়র প্রভাষক খয়রুন নেছা চৌধুরী নাজ, একাডেমিক কো-অর্ডিনেটর ও বাংলা বিভাগের প্রভাষক মির্জা বশির আহমদ, ইংরেজী বিভাগের প্রভাষক শামিমা আক্তার নিপু, প্রভাষক আয়শা জামিলা, প্রভাষক মাহবুবা আক্তার, অফিস এক্সিকিউটিব মারজান চৌধুরী। ছাত্র/ছাত্রীদের মাঝে বক্তব্য রাখেন, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ফয়সল আহমদ আল আমিন, দেলওয়ার হোসেন ও একাদশ শ্রেণির শিক্ষার্থী তোফায়েল আহমদ সজিব, তানভির আহমদ প্রমূখ।