দেশের চলমান সংকট নিরসনে মধ্যবর্তী নির্বাচনের দাবি কর্নেল অলির

0
501
blank

ঢাকা: দেশের চলমান সংকট কাটিয়ে স্থিতিশীলতা আনার লক্ষ্যে মধ্যবর্তী নির্বাচন দেয়ার দাবি জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ। শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এই দাবি জানান তিনি। অলি বলেন, দেশে বর্তমানে যে সংকট চলছে- জঙ্গি উত্থান, দুর্নীতি, চাঁদাবাজিসহ সব সমস্যার সমাধান সকল দলের অংশগ্রহণে একটি মধ্যবর্তী নির্বাচনের মাধ্যমে সম্ভব।

বিএনপির জাতীয় ঐক্যের ডাক নিয়ে কর্নেল অলি বলেন, বিএনপি যে দলগুলোকে নিয়ে জাতীয় ঐক্য করতে চাইছে, তাদের দিয়ে বৃহত্তর ঐক্য হবে বলে বিশ্বাস করি না।

বিএনপির চেয়ারপারসনের নেয়া ঐক্য প্রক্রিয়াকে এলডিপি কীভাবে দেখছে— এমন প্রশ্নের জবাবে অলি আহমদ বলেন, যারা ২০ দলের বাইরে আছে, তাদের সঙ্গে বিএনপির পক্ষ থেকে একাধিকবার বৈঠক হয়েছে। বিভিন্ন অজুহাতে তারা ২০ দলের সঙ্গে ঐক্যবদ্ধ হতে অনীহা প্রকাশ করেছে এবং তারা কয়েকটা দল নিয়ে ড. কামাল হোসেন সাহেবের সঙ্গে একটা জোটও করেছিল।