দেশে ‘আওয়ামী দুঃশাসন’ চলছে: মুজাহিদুল ইসলাম সেলিম

0
622
blank
blank

স্টাফ রিপোর্টার : সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, দেশে ‘আওয়ামী দুঃশাসন’ চলছে মন্তব্য করে তা হঠানোর সঙ্গে বিদ্যমান ব্যবস্থার পরিবর্তনে বাম বিকল্প শক্তি গড়ে তোলতে হবে। রাজধানীর পুরানা পল্টনে মুক্তিভবনে সিপিবির জাতীয় পরিষদের ২৫তম সভায় এ কথা বলেন তিনি।

মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, দেশ জাতীয় ও আন্তর্জাতিকভাবে কঠিন দিনের সামনে। বিশ্ব সাম্রাজ্যবাদের পাশাপাশি ভারতের বৃহৎ পুঁজির আগ্রাসী আধিপত্য আমাদের উপর চেপে বসছে। ভারতের বৃহৎ পুঁজি সাম্প্রদায়িকতাকে বাহন করেছে। মোদির হিন্দুত্ববাদী রাজনীতির পৃষ্ঠপোষক আম্বানিরা।

তিনি বলেন, ভারতের নাগরিকত্ব সংশোধন আইন ও এনআরসি ভারতীয় সমাজ ও রাজনীতিতে সাম্প্রদায়িক বিভাজন গভীর করবে। এটা দক্ষিণ এশিয়ায়ও সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি ও মেরুকরণ গভীর করবে। তাই এটা শুধু ভারতের অভ্যন্তরীণ বিষয় নয়। এর বিরুদ্ধে দক্ষিণ এশিয়ার জনগণের ঐক্যবদ্ধ লড়াই জরুরি হয়ে পড়েছে।

সিপিবির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম বলেন, দেশে মূলত একদলীয় শাসন চলছে। অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থায় নৈরাজ্য চলছে। ব্যাংক ঋণের উপর সরকারের নির্ভরতা, খেলাপি ঋণ বেড়েছে। বিদেশে টাকা পাচার বন্ধ হয়নি। গণতন্ত্র ও জবাবদিহিতা না থাকায় উন্নয়নে অপচয়-দুর্নীতি বাড়ছে বলেও দাবি করেন শহ আলম।

সভায় জাতীয় পরিষদের সদস্য শিবনাথ চক্রবর্তী, শ ম কামাল হোসেন, অশোক সাহা, মোতালেব মোল্লা, শহীদউদ্দিন বাবুল, দিলীপ পাইক, আবুল ইসলাম শিকদার, নিসার আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।