দেশে আলাদা আলাদা শিল্পপার্ক গড়ে তোলা হবে: শিল্পমন্ত্রী

0
502
blank
ফাইল ছবি
blank

ঢাকা: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, দেশের বিকাশমান শিল্পকারখানা প্রসারের জন্য আলাদা আলাদা শিল্পপার্ক গড়ে তোলা হবে। তিনি বলেন, বিচ্ছিন্নভাবে শিল্পকারখানা স্থাপন করা হলে গ্যাস, বিদ্যুৎসহ নানা সংযোগ পেতে ঝামেলা হয়, অনেক সময় বিশৃংখলা ঘটে। নিরাপত্তার অভাব হয়, কিন্তু একীভুত থাকলে গ্যাস বিদ্যুৎসহ সকল প্রকার প্রয়োজন দ্রুত মেটানো যায়।
নারায়ণগঞ্জ ক্লাব কমিউনিটি সেন্টারের শীতলক্ষ্যা মিলনায়তনে বৃহস্পতিবার বিকেএমইএ ও নারায়ণগঞ্জের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় শিল্পমন্ত্রী এসব কথা বলেন। আমির হোসেন আমু বলেন, কেমিক্যাল, প্লাস্টিক, মুদ্রণ শিল্প, লাইট ইঞ্জিনিয়ারিংসহ অগ্রসরমান শিল্পের বিকাশের জন্য আলাদা আলাদা শিল্পপার্ক নির্মাণ করা হবে।
মন্ত্রী বিকেএমইএ’র নেতাদের বিভিন্ন দাবি প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকার শিল্পবান্ধব সরকার। ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশের স্বপ্ন বাস্তাবায়নের জন্য সকল দাবি অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে।
তিনি বলেন, বর্তমানে পাট শিল্পের ব্যাপক প্রসার ঘটেছে। পাট থেকে শাড়ি, স্যুট, টাই, ভ্যানিটি ব্যাগসহ নানা পণ্য তৈরি হচ্ছে। এই শিল্পের প্রসারের জন্য প্রধানমন্ত্রী পদক্ষেপ নিয়েছেন। আদমজী জুট মিল পাট শিল্পের জন্য বিখ্যাত ছিল। তাই আদমজী জুট মিলের জায়গা পাটের জন্যই প্রধানমন্ত্রী ব্যবহার করবেন।
বিকেএমএ’র সভাপতি এ কে এম সেলিম ওসমানের সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, সংরক্ষিত আসনের হোসনে আরা বেগম বাবলী, নারায়ণগঞ্জ চেম্বারে সভাপতি খালেদ হায়দার খান কাজল ও শ্রমিক লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাউসার আহমেদ পলাশ।