দেশে উন্নয়নের সাজ সাজ রব বইছে: পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান

0
820
blank
blank

জগন্নাথপুর প্রতিনিধি: সরকারের পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান বলেছেন, আমরা বাংলাদেশের বাঙ্গালীরা ভাগ্য পরিবর্তনের লক্ষে কাজ করছি। তিনি বলেন আগে আমরা পরাধীন জাতি ছিলাম। তখন অপমানের জীবন ছিল। এখন আমরা স্বাধীন দেশের সম্মানিত নাগরিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের নিজেদের টাকায় পদ্মাসেতু সহ সারা দেশে উন্নয়নের সাজ সাজ রব বইছে। তিনি আরো বলেন এখন বাঙ্গলীদের মাথা উচু করে দাড়াবার সময় এসেছে। সুতরাং এখন আমরা কারো খয়রাতি দান নেই না।
৮ মার্চ শুক্রবার সুনামগঞ্জের জগন্নাথপুরে ব্রিটিশ-বাংলা এডুকেশন ট্রাস্টের বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় সুনামগঞ্জ জেলা আ.লীগের সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য সৈয়দ সাবির মিয়া, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, প্রচার সম্পাদক হাজী আবদুল জব্বার, পৌর কাউন্সিলর আবাব মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুদন ধর, কলকলিয়া ইউপি চেয়ারম্যান আবদুল হাসিম, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন।