দেশে এখন ওড়না টানার গণতন্ত্র চলছে: মান্না

0
484
blank
blank

ব্রাহ্মণবাড়িয়া: ডাকসুর সাবেক ভিপি ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, দেশে এখন ওড়না টানার গণতন্ত্র চলছে। ৭ই মার্চের মিছিলে স্কুলছাত্রীদের ওড়না টেনে তাদের লাঞ্ছিত করে এটাই প্রমাণ করা হলো। তিনি বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে জাতিসংঘ বিশ্বের অন্যতম প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়ায় আমরা গর্বিত। তবে রাজপথের মিছিলে সোনার ছেলেরা যা দেখাল -এতে জাতি হিসেবে লজ্জায় মাথা হেট হয়ে আসে।

বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। যুক্ত ফ্রন্ট আশুগঞ্জ শাখা আয়োজিত একটি সভায় যোগ দিতে আশুগঞ্জে আসেন মান্না।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিরোধীদলকে কথা বলতে না দেয়া কোনো বিচারেই গণতান্ত্রিক আচরণ হতে পারে না। আমাদের গণতন্ত্র আজ রাজপথে পুলিশের বুটের আঘাতে পিষ্ট হয়ে আর্তনাদ করছে। দুই কোটি টাকার দুর্নীতির দোহাই দিয়ে খালেদা জিয়াকে গ্রেফতার করা হয়েছে। ভবিষ্যতে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির হিসাবও জাতি নিয়ে ছাড়বে।
মাহমুদুর রহমান মান্না বলেন, জেলে যাবার কারণে খালেদা জিয়ার প্রতি মানুষের ভালবাসা ও সহানুভূতি অনেক বেড়েছে।