দেশে কেউ একনায়কতন্ত্র বা রাজতন্ত্র চায় না: ড. কামাল হোসেন

0
725
blank
blank

নিজস্ব প্রতিবেদক: গণফোরাম সভাপতি, সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন বলেছেন, ২০১৪’র মত আরেকটি নির্বাচন জনগণ চায় না । আমরাও চাই না। সবাই চায় একটি সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন। একই সাথে দেশে কেউ একদলীয় শাসন, একনায়কতন্ত্র বা রাজতন্ত্র চায় না।

স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভায় তিনি একথা বলেন।

ড. কামাল হোসেন বলেন, সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য অবশ্যই জনগণকে সচেতন হতে হবে। কারণ তারাই ক্ষমতার মালিক। সে মালিক যদি সচেতন না হয় তাহলে কোনো কিছুই করা সম্ভব নয়। তিনি দেশের মালিক হিসাবে পাড়ায় পাড়ায় ঐক্যবদ্ধ হতে জনগণকে আহবান জানান।