দেশে গণতন্ত্র নেই বলেই আজ আইনের শাসন নেই: ব্যারিস্টার খোকন

0
532
blank
blank

নিজস্ব প্রতিনিধি: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, দেশে গণতন্ত্র নেই বলেই আজ আইনের শাসন নেই, মানবাধিকার নেই, নেই আইনজীবীদের অধিকার। দেশের আইনের শাসন ফিরিয়ে আনতে প্রয়োজন আইনজীবীদের ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে।

সোমবার সুপ্রিম কোর্ট বার ভবনের ১ নং হলে আইনজীবীদের সংগঠন ন্যাশনাল ল’ইয়ার্স কাউন্সিল এনএলসির উদ্যোগে আয়োজিত ‘দেশের আইনের শাসন, গণতন্ত্র, মানবাধিকার ও আইনজীবীদের অধিকার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন এসব কথা বলেন।

সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সভাপতি ড. গোলাম রহমান ভূইয়ার সভাপতিত্বে এবং আইনজীবী এম আমিনুল ইসলাম মুনির ও হেমায়েত উদ্দিন বাদশার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সিনিয়র সহ-সম্পাদক সাইফুর রহমান, বিশেষ অতিথি ছিলেন বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি ওয়ালিউর রহমান খান, আইনজীবী আশরাফুজ্জামান, মো: মোসলেম উদ্দিন ও মো: বাবর ব্যাপারি।

বক্তব্য রাখেন আইনজীবী মো: মিজানুর রহমান, এখলাস উদ্দিন ভূইয়া, সৈয়দা লাইলি, সাঈদ হাসান বখতিয়ার, টিপু সুলতান, একেএম মোক্তার হোসেন, নাসরিন হেনা, ডঃ হামিদুর রহমান রাশেদ, আরিফুল ইসলাম, খন্দকার মনিরুজ্জামান, নাজমুল হাসান, মনির হোসেন, ওবায়দুল হাসান, নাসিমুল হাসান মন্ডল, মো: আসলাম প্রমুখ।