দেশে শিক্ষিত জাতি গঠনে প্রবাসীরা কাজ করছেন

0
434
blank

জগন্নাথপুর প্রতিনিধি: জগন্নাথপুরে দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জগন্নাথপুর পৌর শহরের পশ্চিম ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে যুক্তরাজ্য প্রবাসী এনামুল হক এনাম ও যুক্তরাজ্য প্রবাসী শফিকুল হকের অর্থায়নে এবং পশ্চিম ভবানীপুর আদর্শ সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এলাকার মুরব্বি আনফর উল্লার সভাপতিত্বে ও যুব সংঘের সভাপতি খেলু মিয়া পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী এনামুল হক এনাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী শফিকুল হক। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সমাজকর্মী আনোয়ার হোসেন, সেবুল মিয়া, শাহ আলম, ওবাইদুল হক জাবেদ, ফিরোজ আলী, নাসির মিয়া, আবু তাহের প্রমূখ। এ সময় এলাকার গন্যমান্য লোকজন উপস্থিত ছিলেন। সভায় এলাকার ২০০ টি দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে সহযোগি গাইড বই, খাতা-কলমসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাজ্য প্রবাসী এনামুল হক এনাম বলেন, আমরা প্রবাসীরা দেশ ও নাড়ির টানে বারবার দেশে আসি এবং এলাকার শিক্ষা বিস্তারে কাজ করে থাকি। আমরা চাই আমাদের মাতৃভূমি বাংলাদেশের প্রতিটি নাগরিক সু শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের কল্যাণে কাজ করুক। শিক্ষিত জাতি প্রবাসে গেলেও মর্যাদার সাথে জীবন-যাপন করতে পারে। শিক্ষা ছাড়া কোথাও সম্মানের জীবন গড়ে উঠে না। তাই দেশে শিক্ষিত জাতি গঠনে সরকারের পাশাপাশি আমরা প্রবাসীরাও আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি।