ধর্মের নামে কাউকে অধর্মের কাজ করতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

0
454
blank

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, এদেশে ধর্মের নামে কাউকে অধর্মের কাজ করতে দেয়া হবে না।  তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য পঙ্কজ দেবনাথের এক সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার জন্য ধর্ম সমান। একটা গোষ্ঠী ধর্মের নামে এখানে হত্যাকান্ড ঘটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির প্রক্রিয়া চালাচ্ছিল। আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এমনকি শিয়া ধর্মের প্রধানদের নিয়ে বসেছিলাম। তাদের জানিয়েছি বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। এখানে যে যার ধর্ম পালন করবে। তখন তারা সবাই একমত হয়েছেন যে এখানে ধর্ম নিয়ে কোন অন্যায় সহ্য করা হবে না।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে ডাক দিয়েছিলেন, যারা ধর্ম নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে। এ দেশের মানুষ ঘুরে দাঁড়িয়েছে, আইন-শৃঙ্খলা বাহিনী সেভাবেই কাজ করছে।