নারী-শিশুর প্রতি যথাযথ সম্মান দেখাতে হবে: প্রধান বিচারপতি

0
649
blank
blank

ঢাকা: নারী ও শিশুর প্রতি সহিংসতা কমানো এবং তাদের যথাযথ সম্মান দেখাতে না পারলে সত্যিকারের গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

‘কনফারেন্স অন প্রিভেনশন অব ভায়োলেন্স এগেইনেস্ট ওমেন অ্যান্ড চিলড্রেন: ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল পারেসপেক্টিভ’ শীর্ষক এক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

সোমবার (২৬ আগস্ট) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে সাউথ এশিয়ান ল’ ইয়ার্স ফোরামের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শেখ সালাউদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিচারপতি নাইমা হায়দার। আরও বক্তব্য দেন সাবেক অ্যাটর্নি জেনারেল এএফ হাসান আরিফ, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন, সিনিয়র আইনজীবী একেএম ফয়েজ, আইনজীবী ড. বশির আহমেদ ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।