নিজের ভোট না দিয়ে নির্বাচন হলে তা হবে ভেজাল গণতন্ত্র: ড. কামাল

0
454
blank
blank

নিজস্ব প্রতিবেদক: নিজের ভোট না দিয়ে যদি নির্বাচন হলে তা হবে ভেজাল গণতন্ত্র । এটা ভেজাল, ভুয়া। এমন ভোট আমরা সবাই দেখেছি, সরকারে যারা আছে তারাও দেখেছে। বুধবার জাতীয় প্রেসক্লাবের অডিটরিয়ামে ‘গরীবের বন্ধু বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভায় গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন একথা বলেন।
তিনি বলেন, সংবিধানে পরিষ্কারভাবে আছে এদেশে জনগণ হল ক্ষমতার মালিক। এ দেশ চলবে সত্যিকার অর্থে যারা নির্বাচিত। তারাই রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ করবে। এখানেই প্রশ্ন আসছে নির্ভেজাল গণতন্ত্র। কার্যকর গণতন্ত্রের কথা। ভেজাল গণতন্ত্র নয়।
এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গণফোরাম কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ও মফিজুল ইসলাম খান কামালসহ অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, আ ও ম শফিক উল্লাহ, মোশতাক আহমেদ, সাইদুর রহমান সাইদ, মোহাম্মদ হাসনাত, মিজানুর রহমান মিজান, মোহাম্মদ রওনাক ইয়াজদানি। সভাপতিত্ব করেন মোস্তফা মহসিন মন্টু।