নির্বাচন কমিশন জনগণকে অন্ধের হাতি দেখাচ্ছে: রিজভী

0
469
blank

ঢাকা: বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারি দলের লোকেরা নির্বাচনী পরিবেশ আতঙ্কগ্রস্ত করে তুলেছে। এ দিকে নির্বাচন কমিশনের (ইসি) ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে ডিসকাউন্ট রেটে নয়, একদম বিনা পয়সায় শাসক দলের অশুভ ইচ্ছার কাছে নির্বাচনী পরিবেশ বিক্রি করে দিয়েছে। আজ সকাল ১১টায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন তিনি।

রিজভী বলেন, নির্বাচন কমিশন জনগণকে অন্ধের হাতি দেখাচ্ছে। তবে এতে কোন লাভ হবে না। কারণ জনগণের চোখ সদা জাগ্রত। বাংলাদেশের মাটিতে স্বৈরতন্ত্রের যে বিভৎস আত্মপ্রকাশ ঘটেছে তাকে ঠেকিয়ে শান্তিপূর্ণ স্বচ্ছ এবং ভয় মুক্ত নির্বাচন করার দায়িত্ব নির্বাচক কমিশনের। তা না হলে কমিশনের জেনে শুনে বিষ পান করার মতই বিষয়টি দাঁড়াবে। সরকারের সকল চক্রান্ত জুলুম নির্যাতন ঐক্যবদ্ধভাবে প্রতিহত করে আগামী পৌর নির্বাচনে ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানান বিএনপির এই শীর্ষ নেতা।