নির্বাচন ছেড়ে মাঝ পথ থেকে পালিয়ে যাবেন না: বিএনপিকে নাসিম

0
479
blank

ঢাকা: আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম পৌরসভা নির্বাচনের মাঝ পথ থেকে পালিয়ে না যেতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন, বেগম জিয়া অতীতের সব ভুল স্বীকার করে তাঁর দল বাঁচাতে অনেকটা বাধ্য হয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন এসেছেন। নির্বাচনে এসেছেন, ভাল কথা। কিন্তু, নির্বাচন ছেড়ে মাঝপথে আগের মত পালিয়ে যাবেন না। নাসিম বৃহস্পতিবার সিরাজগঞ্জ সদর উপজেরার বাহুকায় পানি উন্নয়ন বিভাগের একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে ছোনগাছা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এ কথা বলেন।

ছোনগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহীদুল আলমের সভাপতিত্বে জনসভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান দুদু, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। মোহাম্মদ নাসিম বলেন, দেশের স্থীতিশীলতা ও উন্নয়নের মার্কা হচ্ছে নৌকা। আর আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারার মার্কা ধানের শীষ। বিএনপি এখন তাদের অতীতের সব ভুল বুঝতে পেরে শেখ হাসিনার অধিনেই নির্বাচনে অংশ নিয়ে প্রমাণ করেছেন-আওয়ামী লীগ গণতান্ত্রিক দল। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উন্নয়নের নেত্রী, সময়োপয়োগী ও সাহসী পদক্ষেপের জন্য বিশ্বে শীর্ষ ১০০ চিন্তাবিদের মধ্যে তাঁর অবস্থান ১৩ তে। এটা বাঙ্গালীর আরো এক অর্জন। এর আগে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সিরাজগঞ্জ শহরে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ও হযরত আফজাল শাহ মাহমুদের মাজার জিয়ারত করেন।