নির্বাচন দেয়ার আগ পর্যন্ত জাতীয় সরকার গঠন করুন: বি. চৌধুরী

0
457
blank
blank

 

ঢাকা: সঠিক নির্বাচন দেয়ার আগে জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ও বিকল্পধারা সভাপতি প্রফেসর একিউএম বদরুদ্দোজ্জা চৌধুরী। সরকারের উদ্দেশে তিনি বলেন, এতদিন আপনারা যে অন্যায় করেছেন তার জন্য মাটিতে নেমে আসুন। জনগণের মাঝখানে নেমে এসে কথা বলুন। কথা বলে আবার সঠিক নির্বাচন দেয়ার আগ পর্যন্ত জাতীয় সরকার গঠন করুন। এটাই দেশরক্ষার একমাত্র পথ বলে মন্তব্য করেন তিনি।  আজ বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে প্রয়াত প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের নাগরিক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

কাজী জাফরের স্মৃতিচারণ করে বি. চৌধুরী বলেন, তিনি একমাত্র শ্রমিক নেতা যিনি শ্রমিকের ঢেরায় থাকতেন, খাইতেন ও ঘুমাতেন। দেশের জন্য, দেশের মানুষের জন্য ভাবতেন। সারাজীবন অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করে গেছেন। তার মতো রাজনীতিবিদ আর নেই। সাংবাদিক মাহফুজ উল্লাহর সঞ্চালনায় নাগরিক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর এমাজউদ্দীন আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, বিশিষ্ট লেখক মীজানুর রহমান শেলী, ঢাবি প্রফেসর মাহবুব উল্লাহ, প্রফেসর তারেক শামসুর রেহমান, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, জাতীয় পার্টির (একাংশ) ভারপ্রাপ্ত সভাপতি টিআইএম ফজলে রাব্বি মিয়া,  কাজী জাফরের ছোটকন্যা কাজী জয়া প্রমুখ বক্তব্য রাখেন।