নির্বাচন স্থগিতাদেশের কপি দেখে আপিলের সিদ্ধান্ত: অ্যাটর্নি জেনারেল

0
539
blank
ফাইল ছবি
blank

গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন স্থগিতের বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, হাইকোর্টের দেয়া আদেশের লিখিত কপি পাওয়ার পর এ বিষয়ে আপিল করব কিনা সিদ্ধান্ত নেব। রোববার হাইকোর্টের আদেশের পর রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা সাংবাদিকদের এ কথা বলেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান যুগান্তরকে বলেন, নির্বাচন স্থগিত করে আদালত রুল জারি করেছেন। আপিলের বিষয়ে এখন নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে।

আদেশের বিষয়ে নির্বাচন কমিশনের আইনজীবী তৌহিদুল ইসলাম যুগান্তরকে বলেন, ‘আমরা আদালতে বলেছি একই বিষয়ে হাইকোর্ট ইতিপূর্বে মামলাটি নিষ্পত্তি করেন। তাই এ বিষয়ে পুনরায় মামলা হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু আদালত তিন মাসের জন্য নির্বাচন স্থগিত করে রুল জারি করেন।’

আদেশের বিরুদ্ধে আপিল করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, নির্বাচন কমিশনকে স্থগিতাদেশের বিষয়টি জানানো হয়েছে। কমিশনই আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেবে।