নীতিমালা না মেনে রাজধানীর ৯০ শতাংশ ভবন নির্মাণ

0
676
blank

রাজধানীর ৯০ শতাংশ ভবন নির্মাণে মানা হয় না কোনো নিয়ম। সংশ্লিষ্টরা বলছেন, ভবনে যে কোনো কারণেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটুক না কেন, সংশ্লিষ্ট সংস্থাগুলো দায় এড়াতে পারে না। এক্ষেত্রে ভবন তৈরির সময়েই গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণের তাগিদ দিয়েছেন তারা।

যত বাড়ছে বহুতল ভবন ততই বাড়ছে নিরাপত্তা ঝুঁকি। ২০১২ সালে ফায়ার সার্ভিস, ডেসা, ওয়াসা, পরিবেশ অধিদপ্তরের অনুমোদন দেয়া ১১২ টি ভবনে বুয়েটের করা গবেষণায় দেখা যায়, মাত্র দুটি ভবন তাদের সব নির্মাণ নীতিমালা মেনেছেন। বাকিরা কোনো না কোনো নিয়ম এড়িয়েছেন, অথবা মানলেও তা অকার্যকর।

গবেষকরা জানান, বেশিরভাগ সময়ই বহুতল ভবন নির্মাণে অগ্নি নির্বাপনের ঝুঁকির বিষয়গুলো নকশায় থাকলেও তা মানেন না কেউই।

আইন অনুযায়ী, নকশা না মেনে ভবন নির্মাণে সাত বছরের জেলের যে শাস্তি, তাও প্রায় অকার্যকর। এছাড়া বিভিন্ন সময় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন হলেও সেসব রিপোর্ট কখনোই প্রকাশ পায় না।

এদিকে, ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক ব্রি. জে. আবু নাঈম মো. শহীদুল্লাহ জানান, যে প্রতিষ্ঠানগুলো অনুমোদন দেন, তাদের এসব ঝুঁকিপূর্ণ ভবনের দায় এড়ানোর কোনো সুযোগ নেই।

পাশাপাশি ভবন নির্মাণের সময়ই তা পরিদর্শন আরো জোরদার করার পরামর্শ সংশ্লিষ্টদের।