ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য বিচারকদের পক্ষপাতহীন বিচার করতে হবে: রাষ্ট্রপতি

0
431
blank
blank

ঢাকা: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, মানুষের শেষ ভরসার স্থল বিচার বিভাগ। তাই ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য বিচারকদের পক্ষপাতহীন হয়ে বিচার করতে হবে। শনিবার বেলা ১১টার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিচারপতি সম্মেলন-২০১৫ এর উদ্বোধনী বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় রাষ্ট্রপতি আবদুল হামিদ বিচার বিভাগ জাতীয় উন্নয়নের মাইলফলক বলেও মন্তব্য করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, আইনমন্ত্রী আনিসুল হক, সুপ্রিমকোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, দেশের অধঃস্তন আদালতের সব পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।