ন্যায়বিচার হলে মাওলানা নিজামী খালাস পাবেন: খন্দকার মাহবুব হোসেন

0
512
blank

 

ঢাকা: জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর প্রধান আইনজীবী এডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, আমাদের প্রত্যাশা আমরা ন্যায়বিচার পাবো। ন্যায় বিচার হলে নিজামী খালাস পাবেন। মঙ্গলবার নিজামীর আপিল আবেদনের শুনানিতে রাষ্ট্রপক্ষের যুক্তিখন্ডন শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। খন্দকার মাহবুব বলেন, আইনজীবী হিসেবে আমাদের যতটা করণীয় ছিল, তা আমরা করেছি। আমরা আশা করি আমাদের তুলে ধরা যুক্তি ও তথ্য আদালত বিবেচনায় নিবেন।

আদালতে নিজামীর আইনজীবীর ভুল স্বীকার মর্মে অ্যাটর্নি জেনারেলের দেয়া বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, আদালতে আইনজীবীরা এ ভাষাতেই কথা বলে থাকেন। যাদের ক্রিমিনাল প্র্যাকটিস সম্পর্কে ধারণা নেই, তারাই এ ধরণের মন্তব্য করতে পারে। একাত্তরে নিজামীর দেয়া বিভিন্ন বক্তব্য ও পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রসঙ্গে খন্দকার মাহবুব বলেন, ট্রাইব্যুনালের পর্যবেক্ষণে বলা হয়েছে, নিজামীর ওই সব বক্তব্যের পরিপ্রেক্ষিতে কোন অপরাধ হয়নি। তাই ওই বক্তব্যগুলিকে বিবেচনায় নিয়ে কোন দণ্ড দেয়া সঠিক হবে না। তা ছাড়া ট্রাইব্যুনালের ওই পর্যবেক্ষণের বিষয়ে রাষ্ট্রপক্ষ কোন আপিলও করেনি বলে উল্লেখ করেন তিনি। সাক্ষীদের বক্তব্য প্রসঙ্গে খন্দকার মাহবুব বলেন, সাক্ষীরা কোর্টে যে বক্তব্য দিয়েছেন, মামলার তদন্ত কর্মকর্তার কাছে সে কথা বলেননি। এর কারণ হিসেবে তিনি বলেন, সাক্ষীদের সেফ হোমে যে ভাবে শিখিয়ে দেয়া হয়েছে, সেভাবেই তারা বলেছেন বলে তাদের বক্তব্য তদন্ত কর্মকর্তার কাছে দেয়া বক্তব্যের সাথে মেলেনি। বিচারকদের এই পেছনের বিষয়গুলো বিবেচনায় নিতে অনুরোধ জানিয়েছেন বলে জানান তিনি। খন্দকার মাহবুব বলেন, ন্যায়বিচার হলে নিজামী নির্দোষ প্রমাণিত হবেন।