পক্ষে রায় না দিলে ইনকাম ট্যাক্সের ফাইল নিয়ে টানা-টানি: জয়নুল আবেদীন

0
596
blank
blank

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্ট বারের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, বিচার বিভাগের ওপর যেভাবে প্রেসার দেয়া হচ্ছে তা অত্যান্ত দুর্ভাগ্যজনক। পক্ষে রায় না দিলে ইনকাম ট্যাক্সের ফাইল নিয়ে টানা-টানি করা হয়। তিনি বলেন, ষোড়শ সংশোধনীর রায়ে তাদের (সরকারের) বিরুদ্ধে কিছু নেই। তবে কিছু সত্য কথা অাছে। এরজন্য তাদের গাত্রদাহ। সত্য কথা বলা যাবে না। সত্য কথা বলা হলে ইনকাম ট্যাক্সের ফাইল নিয়ে টানাটানি শুরু হবে। সোমবার সুপ্রিম কোর্ট বার অ্যাসেসিয়েশনের উত্তর হলে জাতীযতাবাদি আইনজীবী ফোরামের এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন।
সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন আইনজীবী আবেদ রাজা, শওকতউল হক, মোহাম্মদ আলী, নাসরিন আক্তার, কামরুজ্জামান সেলিম প্রমুখ।
জয়নুল আবেদীন বলেন, কিভাবে এ বিষয়ে (ট্যাক্সের ফাইল নিয়ে টানাটানি)৭১ টিভিতে আলোচনা হল। একটা পত্রিকায় নিউজ আসল। আমি এর নিন্দা জানাই।
তিনি আরো বলেন, বিচারপতি হওয়ার আগে ইনকাম ট্যাক্সের ফাইল নিয়ে টানাটানি করবেন। ভবিষ্যতে আর এরকম করবেন না।
সরকারের উদ্দেশ্যে জয়নুল আবেদীন বলেন, আপনাদের দিন শেষ। সরে গিয়ে পার্লামেন্ট ভেঙ্গে দিয়ে নির্বাচন দিন।