পঞ্চম ধাপে ১৬ উপজেলায় ভোট ১৮ জুন

0
639
blank
blank

পঞ্চম ও শেষ ধাপে ১৬টি উপজেলায় নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি।

ঘোষিত তফসিল অনুযায়ী, ভোটগ্রহণ ১৮ জুন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২১ মে, যাচাই বাছাই ২৩ মে ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৩০ মে। এর আগে মার্চ মাসে চার ধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

পঞ্চম ধাপে যেসব উপজেলায় নির্বাচন হবে সেগুলো হচ্ছে- শেরপুরের নকলা, নাটোরের নলডাঙ্গা, সিরাজগঞ্জের কামারখন্দ, গাইবান্ধার সুন্দরগঞ্জ, পটুয়াখালীর রাংগাবালী, বরগুনার তালতলী, গাজীপুরের গাজীপুর সদর, নারায়ণগঞ্জ বন্দর, মাদারীপুর সদর, রাজবাড়ীর কালুখালী, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও বিজয়নগর, কুমিল্লার আদর্শ সদর ও সদর দক্ষিণ এবং নোয়াখালী সদর উপজেলা।