পটুয়াখালীর বাউফলে যৌতুকের জন্য গৃহবধূর ওপর নির্যাতন

0
627
blank
Potuakhali
blank

পটুয়াখালীর বাউফল উপজেলায় যৌতুক দিতে না পারায় গৃহবধূকে নির্যাতন করে ঘর থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে স্বামীর বিরুদ্ধে। অনেক চেষ্টা করেও স্বামী ও তার পরিবারের মন গলাতে না পেরে অসহায় ওই গৃহবধূ আদালতের আশ্রয় নিয়েছেন। এ ঘটনায় গত ২০শে আগস্ট পটুয়াখালীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতে মামলা করেন গৃহবধূ।স্বামীর নাম মো. জুয়েল হোসেন রানা। জুয়েল রানা উপজেলার সূর্যমনি ইউনিয়নের ওদুদ মুন্সির ছেলে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১৪ই ফেব্রুয়ারী সূর্যমনি ইউনিয়নের ওদুদ মুন্সির ছেলে জুয়েল রানার সাথে একই ইউনিয়নের নুরাইনপুর গ্রামের মৃত বারেক জোমাদ্দারের মেয়ে মোসাঃ নাসিমা আক্তারের বিয়ে হয়। তখনকার সময়ে বরপক্ষের চাহিদা অনুযায়ী স্বর্ণালঙ্কার, ঘরের আসবাবপত্রসহ অন্যান্য মালামাল দেওয়া হয়। বিয়ের কিছু দিন না যেতেই জুয়েল রানা ও তার পরিবারের লোকজন নাছিমাকে বিভিন্ন ভাবে যৌতুকের জন্য চাপ দেয়। পিতৃহারা বোন নাছিমার সুখের কথা ভেবে বড় ভাই আনোয়ার তার সাধ্য মত টাকা যোগান দিতেন। ২০১৬ সালে নাছিমার কোল জুড়ে আসে এক পুত্র সন্তান।