পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে অধ্যক্ষ শিব্বির আহমদ ওসমানী’র শুভেচ্ছা

0
1264
blank
blank

সিলেট: এস.এ.ও ফাউন্ডেশন ও সিলেট ক্যামব্রিয়ান কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ডেইলী আমার বাংলা সম্পাদক, তরুন উদ্যোক্তা, মানবাধিকারকর্মী অধ্যক্ষ শিব্বির আহমদ ওসমানী পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সর্বস্তরের জনসাধারণসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এক ঈদ শুভেচ্ছা বার্তায় অধ্যক্ষ ওসমানী বলেন, মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-আজ্বহা সকলের মনে নিয়ে আসুক সূখ, শান্তি-সমৃদ্ধি ও আনন্দের বার্তা। ধনী-গরিব নির্বিশেষে সকল মানুষ যেন ঈদের আনন্দ সমানভাবে ভাগাভাগি করতে পারেন। আমরা কুরবানীর শিক্ষায় উজ্জ্বীবিত হয়ে ত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হতে চাই। মহান আল্লাহ আমাদের সেই তাওফিক দান করুন।

তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, ঈদ ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসুক। পবিত্র এ দিনে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম উম্মাহর উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও শান্তি কামনা করছি।

তিনি আরো বলেন, ঈদুল আযহা আত্মত্যাগের মহিমায় ভাস্বর। তাই ভোগ নয়; ত্যাগই হোক এই ঈদের অন্যতম শিক্ষা। তাই আসুন-

– পশু কুরবানির সাথে সাথে আমাদের মনের পশুত্বকে বিদূরিত করার চেষ্টা করি।

– ঈদের আনন্দে আত্মহারা হয়ে আমরা যেন আমাদের চার পাশের গরীব-অসহায় মানুষের কথাকে ভুলে না যাই।

– যে আল্লাহ আমাদেরকে এই নিয়ামত দিয়েছেন তাঁর আরও বেশি বেশি মহত্ব ও কৃতজ্ঞতা প্রকাশ করি।