পাকিস্তানের বিপক্ষে হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

0
547
blank

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের পাকিস্তান সফর শুরু হলো হার দিয়ে। ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকরা জয় পেয়েছে ৫ উইকেটে। লাহোরে আজকের ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ। ব্যাটিং পিচ হলেও নির্ধারিত ২০ ওভার খেলে ৫ উইকেটের বিনিময়ে ১৪১ রান তুলতে সক্ষম হন টাইগাররা।

দুই ওপেনার তামিম ইকবাল (৩৯) ও মোহাম্মদ নাইমের (৪৩) ব্যাটে ভর করে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৪১ রান তুলতে সক্ষম হন টাইগাররা। স্কোরে এ দু’জন ছাড়া উল্লেখযোগ্য ছিল লিটন দাসের ১২ ও অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের অপরাজিত ১৯ রান।

পাকিস্তানের হয়ে একটি করে উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও সাদাব খান। এছাড়া দুটি রয়েছে রান আউট।

১৪২ রানের জয়ের লক্ষে খেলতে নেমে পাকিস্তান ৩ বল বাকি থাকতেই জয় তুলে নেন। এ সময় তারা হারায় ৫টি উইকেট। উল্লেখযোগ্য ছিল শোয়েব মালিকের অপরাজিত ৫৮ রান, আহসান আলির ৩৬, মোহাম্মদ হাফিজ ১৭ ও ইফতিখার আহমেদের ১৬ রান। পাকিস্তান অধিনায়ক বাবার আজম আউট হয়ে যান ০ রানে।

বাংলাদেশের হয়ে উইকেটগুলো নেন শফিউল ইসলাম (২), মোস্তাফিজুর রহমান (১), আল-আমিন হোসেন (১) ও আমিনুল ইসলাম (১)।