পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৬৫

0
517
blank
blank

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের লাহোরে একটি পার্কের কাছে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৬৫ জন নিহত ও ১৮০ জন আহত হয়েছে। নিহতদের বেশির ভাগই নারী ও শিশু বলে জানিয়েছেন পুলিশ ও সরকারি কর্মকর্তারা। গুলশান-ই-ইকবাল পার্কের গাড়ি পার্কিং এলাকায় রোববার বিকেলে বোমা বিস্ফোরণ ঘটে। হামলার দায় তাৎণিকভাবে কেউ স্বীকার করেনি। যেখানে বিস্ফোরণ ঘটেছে সেখান থেকে সামান্য দূরে পার্কে বের হওয়ার পথ এবং মাত্র কয়েক ফুট দূরে শিশুদের দোলনা।

প্রত্যদর্শীরা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, পুরো পার্কিং এলাকায় বিস্ফোরণের ধাক্কায় বিচ্ছিন্ন হয়ে যাওয়া মানুষের দেহাংশ ছড়িয়ে ছিটিয়ে আছে। ইস্টার সানডে উপলে গতকাল সরকারি ছুটি থাকায় বিকেলে অনেক মানুষ পরিবার নিয়ে পার্কে এসেছিলেন।  পাঞ্জাব প্রাদেশিক সরকারের স্বাস্থ্য উপদেষ্টা সালমান রফিক নিহতের সংখ্যা ৬০ বলে উল্লেখ করেন। তবে স্থানীয় সূত্র এ সংখ্যা ৬৫ বলে জানায়। পুলিশ সুপারিনটেনডেন্ট মুস্তানসার ফিরোজ নিহতদের বেশির ভাগই নারী ও শিশু বলে জানান। গণমাধ্যমের ফুটেজে নারী ও শিশুদের চিৎকার করতে এবং পুলিশ ও পথচারীদেরকে আহতদের হাসপাতালে নিতে দেখা গেছে। ডন অনলাইন।