পাপিয়ার দুই সহযোগী ফের রিমান্ডে

0
538
blank

ঢাকা : যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামিমা নূর পাপিয়ার দুই সহযোগীর ফের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন, সাব্বির খন্দকার ও শেখ তাইবা নূর।

গত ১১ মার্চ বিমানবন্দর থানার মামলার পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরীসহ ওই দুই আসামির ১০ দিন করে রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১) এর সহকারী পুলিশ সুপার মো. সালাউদ্দিন।

ওই দিন আদালত পাপিয়া ও তার স্বামীর পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন। আর এ দুই আসামি কারাগারে থাকায় আদালত রিমান্ড শুনানির জন্য রোববার দিন ধার্য করে দেন।

রিমান্ড আবেদনে বলা হয়, পাপিয়া ও তার স্বামীকে দেশীয় ও বিদেশি মুদ্রার উৎস সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা সন্তোষজনক জবাব দিতে পারেনি। পাপিয়া, সুমন ও সাব্বির তাইবার সহযোগিতায় ও পরস্পর যোগসাজসে জ্ঞাতসারে জাল মুদ্রা বাজারজাত করার উদ্দেশ্যে বহন, বিপুল পরিমাণ সংঘবদ্ধ অপরাধলব্ধ অর্থপাচারের উদ্যোগ গ্রহণ করে অপরাধ করেছে মর্মে সাক্ষ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে।