পৌর নির্বাচনে সেনা মোতায়েনের পরিস্থিতি তৈরি হয়নি: সিইসি

0
444
blank

 

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ বলেছেন, পৌরসভা নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি, তবে ঝুকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে। আজ শনিবার সকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

রাজধানীর বিয়াম মিলনায়তনে সিইসির সভাপতিত্বে এ বৈঠকে অপরাধী, সন্ত্রাসী, মাস্তানদের গ্রেফতার এবং অবৈধ প্রভাব বিস্তারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও নির্বাচনী এলাকায় বহিরাগতদের প্রবেশ ঠেকাতে করণীয় নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অব অফিসার, পুলিশ, বিজিবি, আনসার, এনএসআই, ডিজিএফআই, ডিবি ও কোস্টগার্ড, নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ সব বাহিনীর প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন।