প্যারোলে মুক্তি নিয়ে চিকিৎসা নেবেন না খালেদা জিয়া: মির্জা ফখরুল

0
601
blank

ঢাকা: বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্যারোলে মুক্তি নিয়ে চিকিৎসা নেবেন না বেগম খালেদা জিয়া। এ বিষয়ে কোনো বিভ্রান্তিরও কোনো সুযোগ নেই। কয়েকটি পত্রিকার উদ্ধৃতি দিয়ে মির্জা ফখরুল বলেন, ‘যারা বেগম জিয়ার প্যারোলে মুক্তি ও চিকিৎসা নিয়ে অনুমাননির্ভর সংবাদ পরিবেশন করছেন তারা দেশবাসীকে ভুল ম্যাসেস দিচ্ছেন। কেননা আমরা পহেলা বৈশাখের নববর্ষের দিনে হাসপাতালে গিয়ে দেখা করেছি। বেগম জিয়া আমাদের স্পষ্টতই বলেছেন, তিনি প্যারোলে মুক্তি নিয়ে চিকিৎসা নেবেন না।’
আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ডিইউজে’র সভাপতি কাদের গনি চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার সম্পাদক অধ্যাপক তাসনীম আলম। সাংবাদিক নেতাদের মধ্যে আরো বক্তব্য শওকত মাহমুদ, রুহুল আমিন গাজী, এম আব্দুল্লাহ, আব্দুল আজীজ, কামাল উদ্দিন সবুজ, সৈয়দ আবদাল আহমদ, আব্দুস শহীদ, আব্দুল হাই শিকদার, বাকের হোসাইন, জাহাঙ্গীর আলম প্রধান, মুন্সী আব্দুল মান্নান প্রমুখ। এছাড়া ডিইউজে সেক্রেটারি শহীদুল ইসলামও বক্তৃতা করেন।

মির্জা ফখরুল তার বক্তব্যে গণমাধ্যম প্রসঙ্গে বলেন, ‘সংবাদমাধ্যমগুলো এখন তোষামোদকারীদের দখলে চলে গেছে। যারা সত্য কথা বলেন, অসত্য উন্মোচন করে বক্তব্য দেন তাদেরকে এখন আর টিভি টকশো’তেও ডাকা হয় না।’